ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

শান্তি আলোচনা হলে সেখানে অবশ্যই ইউক্রেনকে রাখতে হবে : ইউরোপ

শান্তি আলোচনা হলে সেখানে অবশ্যই ইউক্রেনকে রাখতে হবে : ইউরোপ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি ইতিমধ্যেই সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যেকোনো সমাধান হবে ‘শান্তির বিরুদ্ধে সমাধান’। সেই সুরেই সুর মিলিয়ে এবার ইউরোপীয় দেশগুলোও বলছে,  কিয়েভকে বাদ দিয়ে এই যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রোববার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার সঙ্গে কোনো শান্তি আলোচনা হলে সেখানে অবশ্যই কিয়েভকে রাখতে হবে। ইউক্রেনে শান্তি আনার পথ নিয়ে সিদ্ধান্ত ইউক্রেনকে ছাড়া হতে পারে না। ইউক্রেনকে শান্তি আলোচনায় ডাকা নাও হতে পারে বলে অনেকের মধ্যেই উদ্বেগ রয়েছে। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, কিইভকে ছাড়া কোনো চুক্তি হলে তা হবে ‘নিস্ফলা সিদ্ধান্ত’।

শনিবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করার ইচ্ছা আছে ট্রাম্পের, কিন্তু আপাতত রুশ প্রেসিডেন্টের অনুরোধে কেবল রাশিয়া আর যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যেই বৈঠক হচ্ছে। ট্রাম্প এর আগে পুতিনের সঙ্গে বৈঠক দিয়ে শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন। সাংবাদিকদের বলেছিলেন, তিনি ‘রাশিয়াকে দিয়েই শুরুর’ পরিকল্পনা করছেন, তবে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের ‘সুযোগ আছে’ বলে তার বিশ্বাস।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য চুক্তির বিস্তারিত ঘোষণা করা হয়নি। তবে শুক্রবার ট্রাম্প বলেছেন যে, এতে ‘উভয়ের উন্নতির জন্য কিছু অঞ্চল বিনিময়’ অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে ইউক্রেনকে তার ভূখণ্ডের উল্লেখযোগ্য অংশ আত্মসমর্পণ করতে হতে পারে, যার ফলাফল কেবল রাশিয়ার আগ্রাসনকে উৎসাহিত করবে বলে জেলেনস্কি এবং তার ইউরোপীয় মিত্ররা বলছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, খেরসন ও ঝাপোরিঝিয়া ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়া পুরো দনবাস অঞ্চল ও ক্রাইমিয়া রাখতে পারবে এমন প্রস্তাবসহ একটি চুক্তিতে ইউরোপীয় নেতাদের রাজি করাতে হোয়াইট হাউজ চেষ্টা করে যাচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা আছে: মির্জা ফখরুল

সিলেট কিডনি ফাউন্ডেশনে ৫,০০০ মানুষের ডায়ালাইসিসে ব্র্যাক ব্যাংক

প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন

মাগুরার ভায়না পৌর কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি

পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

কেরানীগঞ্জে বসতবাড়ি রক্ষায় মহাসড়কে মানববন্ধন ও অবরোধ