ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

ইউক্রেন তাদের জমি কারও হাতে তুলে দেবে না : জেলেনস্কি

ইউক্রেন তাদের জমি কারও হাতে তুলে দেবে না : জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য আঞ্চলিক ছাড়ের ইঙ্গিত দেওয়ার কয়েক ঘন্টা পরে এ কথা বলেন জেলেনস্কি। শনিবার (৯ আগস্ট) বিবিসি’র প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ট্রাম্প ১৫ আগস্ট শুক্রবার আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার ঘোষণা দেন। রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট এমন ইঙ্গিতও দিয়েছেন। এরপর জেলেনস্কি জানান, ইউক্রেন তাদের জমি কারও হাতে তুলে দেবে না। জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেন ছাড়া এ বিষয়ে যেকোনো সমাধান করার চেষ্টা হবে শান্তির বিরোধীতা করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত একটি টেক্সট এবং ভিডিও বিবৃতিতে জেলেনস্কি আরও জানান,  ‘এই যুদ্ধের অবসান ঘটাতে হবে-এবং রাশিয়াকে অবশ্যই এটি শেষ করতে হবে। রাশিয়া এটি শুরু করেছে এবং সমস্ত সময়সীমা উপেক্ষা করে এটিকে টেনে আনছে, এটাই সমস্যা, অন্য কিছু নয়।’

আরও পড়ুন

২০২২ সালে ইউক্রেনে অভিযান চালানোর পর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতির জন্য কোনো সিদ্ধান্তমূলক অগ্রগতি অর্জন করতে পারেনি মস্কো। তবে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়া। এদিকে, জেলেনস্কি এর আগে আঞ্চলিক ছাড়ের জন্য যেকোনো পূর্বশর্ত প্রত্যাখ্যান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল

স্ত্রীকে নিয়ে নোংরা মন্তব্য, যা বললেন ক্ষুব্ধ আবির

তাইওয়ানের কাছাকাছি তিনটি চীনা জাহাজ

লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

মেসির খেলা নিয়ে নতুন তথ্য দিলেন কোচ

গাজায় অনাহারে ৯৮ শিশুসহ এ পর্যন্ত ২১২ জনের মৃত্যু