গাজায় আরও ৪৭ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, চলছে নির্বিচারে মানুষ হত্যা। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৪৭ ফিলিস্তিনির। আবারও ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে গুলি। এতে নিহত হয়েছে ৪০ জন।
জানা গেছে, শনিবার খাদ্য সহায়তার আশায় নেতজারিম করিডোরে ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কর্মসূচির কেন্দ্রের সামনে জড়ো হয় কয়েকশ’ মানুষ। প্রতিদিনের মতোই বিশৃঙ্খল পরিস্থিতি ছিল সেখানে।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয় অভুক্ত মানুষগুলোর ওপর। হতাহতের শিকার হয় অনেকে। আরও কয়েকটি জনবহুল এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
আরও পড়ুনএদিকে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ১১ ফিলিস্তিনির। ২২ মাসে খাদ্যাভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। এদের মধ্যে ৯৮জন শিশু।
উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৬১ হাজার ছাড়িয়েছে। আহত দেড় লাখের বেশি।
মন্তব্য করুন