সিলেট কিডনি ফাউন্ডেশনে ৫,০০০ মানুষের ডায়ালাইসিসে ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের সহায়তায় ২০২৪ সালে সিলেট কিডনি ফাউন্ডেশনে (কেএফএস) ৫,০০০-এরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যখাতে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় সিলেট অঞ্চলের মানুষদের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে । ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ-এর ভিশনকে বাস্তবে রূপ দিতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। তিনি বিশ্বাস করতেন, ডায়ালাইসিসের মতো জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা, যা ব্যয়বহুল হওয়ার কারণে অনেকেরই সামর্থ্যের বাইরে, সমাজের প্রান্তিক মানুষের কাছে সহজলভ্য হতে হবে।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেট হাসপাতাল নতুন ভবনের একটি সম্পূর্ণ ফ্লোর ‘স্যার ফজলে হাসান আবেদ কিডনি ডায়ালাইসিস সেন্টার’ হিসেবে উৎসর্গ করেছে। সামর্থ্যহীন মানুষদের জন্য এই ডায়ালাইসিস সেন্টারে আর্থিক সহায়তা দেয় ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্র্যাক ব্যাংকের সহায়তায় ১২০ জন কিডনি রোগী সেবা নিচ্ছেন, যাদের বেশিরভাগ সেশনের খরচই একদম বিনামূল্যে। যেহেতু ডায়ালাইসিস একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই ফ্রি সেশনের ব্যবস্থা করা হয় রোগীর আর্থিক সামর্থ্য বিবেচনায়, যাতে সামর্থ্যহীনরা সবচেয়ে বেশি সুযোগ পান।
বাংলাদেশে নিয়মিত ডায়ালাইসিসের খরচ এখনও বেশিরভাগ রোগীর সামর্থ্যের বাইরে। একটি ডায়ালাইসিস সেশনের খরচ প্রায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা। প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার এই সেশনের প্রয়োজন হয়। এভাবে মাসের পর মাস কিংবা বছরের পর বছর ধরে ডায়ালাইসিস সেশন চালিয়ে যাওয়া সীমিত আয়ের পরিবারগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব।
এই সংকট দূর করতে ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সিলেট কিডনি ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি করে। তবে, এই সহায়তা শুরু হয় তারও আগে। ২০১৯ সালে ব্র্যাক ব্যাংকই প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিলেট কিডনি ফাউন্ডেশনকে চারটি ডায়ালাইসিস মেশিন অনুদান দেয়, যা হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়াতে ব্যাপকভাবে সহায়তা করে।
আরও পড়ুনডায়ালাইসিসে অর্থ সহায়তা ছাড়াও ব্র্যাক ব্যাংক কিডনি ফাউন্ডেশনে একটি পূর্ণাঙ্গ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছে, যা হাসপাতালের সামগ্রিক অবকাঠামোকে আরও শক্তিশালী করার মাধ্যমে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবা সহজ করেছে। এটি বিশুদ্ধ বাতাস সরবরাহ, শ্বাস-প্রশ্বাস সহায়তা, অ্যানেস্থেসিয়া ব্যবস্থাপনা এবং হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “স্যার ফজলে হাসান আবেদ বিশ্বাস করতেন, মৌলিক স্বাস্থ্যসেবা কখনোই কারও বিশেষাধিকার হতে পারে না, বরং এটি সকলেরই প্রাপ্য। আমরা তাঁর সেই দৃষ্টিভঙ্গিকে কার্যকর এবং ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করে চলছি।” সিলেট কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি কর্নেল মোহাম্মদ আবদুস সালাম, বিপি (অব.) বলেন, “আমাদের বেশিরভাগ রোগীই আর্থিকভাবে অস্বচ্ছল, যারা হাসপাতালে শুধু জরুরি চিকিৎসার প্রয়োজনে আসেন। ব্র্যাক ব্যাংকের সহায়তায় আমরা তাঁদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দিতে পারছি। ফলে, অর্থের অভাবে আর কাউকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে না।”
এই বছরে ব্র্যাক ব্যাংক বিনামূল্যে আরও ৪,০০০টি ডায়ালাইসিস সেশন পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এভাবে ব্যাংকটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সম্মান, সহানুভূতি ও দায়িত্ববোধের সাথে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন