ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ ৫জন

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ ৫জন

সিলেটের শাহপরান (র.) এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

গতশুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গতকাল শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন- শাহপরান (র.) এলাকার বাসিন্দা পারভেজ, তার স্ত্রী ফারহানা, তাদের বড় ছেলে মোহাম্মদ (৬) ও ছোট ছেলে মারওয়ান (২) এবং আত্মীয় হেনা।

আরও পড়ুন

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলে এবং তাদের বাসায় থাকা এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারহানার ১০ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ এবং হেনার শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি ও দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জামাই শ্বশুরকে পিটিয়ে হত্যা, হত্যা মামলা দায়ের

বগুড়ার ধুনটে বিভিন্ন স্থানে কাঁচা রাস্তার বেহাল দশা, ৩ লাখ মানুষের ভোগান্তি

একের পর এক জুঁইয়ের নতুন নতুন ফোক গান

গুলশানে আবির হত্যা , প্রথম ফাইনাল রিপোর্টের নারাজির শুনানি হয়নি

নিজের নামে ওয়েবসাইট করলেন প্রিয়াঙ্কা জামান

লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধিতে সর্তকবার্তা জারি