ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

নিজের নামে ওয়েবসাইট করলেন প্রিয়াঙ্কা জামান

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের দর্শকপ্রিয় মডেল, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান দীর্ঘদিন ধরেই ভাবছিলেন নিজের নামে একটা ওয়েব সাইট করার জন্য। কিন্তু নিজের কাজেই তিনি এতো বেশি ব্যস্ত থাকেন যে ওয়েব সাইটের জন্য যে আলাদা সময় দিতে হবে তাই যেন বের করতে পারছিলেন না।

অবশেষে অনেক কষ্টের পর নিজের ওয়েব সাইটের জন্য সময় বের করে ওয়েবসাইট করলেন প্রিয়াঙ্কা জামান। নিজের ওয়েবসাইটের নাম নিজের নামেই করেছেন। চৎরধহশধ তধসধহ’ নামেই তিনি তার নিজের ওয়েবসাইটটি করেছেন। ওয়েবসাইটটিতে আছে ‘ফটো গ্যালারি’, ‘নিউজ’,‘ ড্রামাস’, ‘মিউজিক ভিডিওজ’ ‘অ্যাডস’ ও ‘সোস্যাল মিডিয়া’ নামের কয়েকটি পার্ট। যে কেউ সহজেই ওয়েবসাইটে প্রবেশ করে প্রিয়াঙ্কা জামান সম্পর্কে বিষদ তথ্য জানতে পারবেন।

প্রিয়াঙ্কা জামান বলেন,‘ বিশ্বের অন্যান্য দেশের তারকাদের অনেকেরই ব্যক্তিগত ওয়েবসাইট আছে। তবে আমাদের দেশে খুউব কম তারকারই নিজের নামে ওয়েবসাইট আছে। ভেবে দেখলাম যে আমি আমার উদ্যোগেই একটি ওয়েবসাইট করবো। কারণ একটি ওয়েবসাইট করতে গেলে অনেক সময় দিতে হয়, অনেক কিছু ম্যানেজ করে ওয়েবসাইটে যুক্ত করতে হয়। আর এই কাজগুলো আমাকেই করতে হয়েছে। যে কারণে এর পেছনেই অনেক সময় দিতে হয়েছে। অবশেষে ওয়েবসাইটটি করতে পেরে ভীষণ ভালোলাগছে। কেমন যেন নিজেকে বেশ পরিপূর্ণ মনে হচ্ছে।’

বহু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন প্রিয়াঙ্কা জামান। এরইমধ্যে তিনি এবার কলি সরকারের নতুন গান ‘রূপনগরের রানী’ গানের মিউজিক ভিডিওতে নাম ভূমিকায় মডেল হিসেবে কাজ করেছেন। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভী। এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে বিশেষত ‘রূপনগরের রানী’র ভূমিকায় কাজ করে ভীষণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জামান।

আরও পড়ুন

কিছুদিন আগে সুনামগঞ্জে প্রিয়াঙ্কা কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় প্রিয়াঙ্কা ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন। সুনামগঞ্জে শুটিং করে ভীষণ উচ্ছ্বসিত ও পুলকিত প্রিয়াঙ্কা। ‘মার্ডার’ ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’।

তবে প্রিয়াঙ্কা অভিনীত মুক্তি প্রতীক্ষিতক সিনেমাগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রনা’ ও মোহাম্ধসঢ়;দ আসলামের ‘তব্ধুসঢ়;ও প্রেম দামী’। আড়ং’-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলে প্রিয়াঙ্কার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১

নাটোরের বাগাতিপাড়ায় মুদি দোকানের গোডাউনে আগুন

বগুড়ার শিবগঞ্জে মাদক সম্রাটসহ গ্রেফতার ১০

বগুড়ার শিবগঞ্জে পাট ক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি