ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

গাজীপুরের চান্দানা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ফুলবাড়ীয়া উপজেলার সাংবাদিকরা। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আজ শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

এতে ফুলবাড়িয়া ছাড়াও জেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম মানিক, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।

আরও পড়ুন

মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এটা প্রশাসনের ব্যর্থতা। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।

পরিবার সূত্রে জানা যায়, ৫ ভাই ও ২ বোনের মধ‍্যে আসাদুজ্জামান তুহিন সবার ছোট। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে ক্লিনিক ব্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

এদিকে অকাল প্রয়াত এই সাংবাদিকের মৃত্যুতে উপজেলাজুড়ে গভীর শোক নেমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বর্তমান রাজনীতি চব্বিশের মূল্যবোধের ওপর ভিত্তি করে হতে হবেঃ নাহিদ ইসলাম

বগুড়ার দুপচাঁচিয়ায় শাশুড়ির ওপর অভিমান করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নাটোরের লালপুরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা : গ্রেফতার ১

তৃষ্ণার হ্যাটট্রিকে ৮ গোলের জয় বাংলাদেশের

পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে শিশুর মৃত্যু