ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

নওগাঁর আত্রাইয়ের জাতোপাড়াবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার

নওগাঁর আত্রাইয়ের জাতোপাড়াবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার। ছবি : দৈনিক করতোয়া

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের জাতোপাড়া গ্রামবাসী নিজেদের টাকায় রাস্তা সংস্কার করেছে। জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের আত্রাই নদীর তীরবর্তী গ্রাম জাতোপাড়া। এ গ্রামে সহস্রাধিক লোকের বসবাস। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। স্বাধীনতার পর হতে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এ গ্রাম।

এ গ্রামে এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। নদীর তীর সংলগ্ন গ্রাম হওয়ায় যুগ যুগ থেকে তারা যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। আত্রাই-নওগাঁ পাকা সড়কের সাথে সংযোগের জন্য দীর্ঘদিন পূর্বে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়ে যায়। এদিকে গ্রামের ভেতরের রাস্তার অবস্থা আরও জটিল। বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

গ্রামবাসী তাদের গবাদি পশু মাঠে নামাতে পারে না। কোন রোগীকেও চিকিৎসা কেন্দ্রে নিতে পারে না। বিশেষ করে স্কুলের শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। গ্রামবাসীর অভিযোগ তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কেউ তাদের এ দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ না নেয়ায় অবশেষে গ্রামবাসীরা নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ করছেন।

আরও পড়ুন

জাতোপাড়া গ্রামের বাসিন্দা শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ সুবিধা হতে বঞ্চিত রয়েছি। গত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের গ্রামের এ রাস্তার কোন কাজ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বাধ্য হয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করছেন। আমরাও সেখানে সহযোগিতা করছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এস.এম মামুনুর রশিদ বলেন, ওই রাস্তায় একটি প্রকল্প দেয়া আছে। অবিরাম বৃষ্টির কারণে সেখানে মালামাল পৌঁছানো সম্ভব হচ্ছে না বিধায় কাজটি বিলম্বিত হচ্ছে। গ্রামবাসী যে কাজটি করেছেন এটা প্রশংসার যোগ্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য

ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল ছিনতাইকারীর আটক, পালিয়েছে ৩ জন

ঠাকুরগাঁও হাসপাতালে অস্থায়ী ৩৫ কর্মী ছাঁটাই

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা