ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বগুড়ায় পাল্টাপাল্টি ছুরিকাঘাত করে দুই বন্ধু হাসপাতালে

বগুড়ায় পাল্টাপাল্টি ছুরিকাঘাত করে দুই বন্ধু হাসপাতালে। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কৈপাড়া এলাকায় দুই বন্ধু একে অপরকে ছুরিকাঘাত  করেছে। এতে উভয়ই গুরুতর আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই বন্ধু হলো পূর্ব নাটাইপাড়ার বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৩০) ও কৈপাড়ার আব্দুর রশিদের ছেলে হাসিম (২৫)।

পুলিশ সূত্র জানায়, রতন ও হাসিম ঘনিষ্ঠ দুই বন্ধু। রতন বিয়ে করেছেন হাসিমের বোন আঁখিকে, আর হাসিম বিয়ে করেছেন রতনের বোন রিংকিকে। গত দুই দিন আগে হাসিম তার স্ত্রী রিংকি’কে তালাক দেন। এ ঘটনায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে কৈপাড়া এলাকার বাঁধন চা স্টলের সামনে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়।

আরও পড়ুন

একপর্যায়ে তারা ধারালো ছুরি বের করে একে অপরকে আঘাত করে। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুইজনই ছুরিকাঘাতে আহত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে নদীতে বিলীন, চলাচলে চরম দুর্ভোগ

নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপণ 

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফেরণ, আহত ১

রংপুরের কাউনিয়ার হারাগাছে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

দিনাজপুরের খানসামায় হামলায় আহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের মৃত্যু