ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

পরবর্তী ম্যাচে মাঠে নামছেন না মেসি! দ্রুত ফেরার আশা কোচের

পরবর্তী ম্যাচে মাঠে নামছেন না মেসি! দ্রুত ফেরার আশা কোচের,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পায়ের ইনজুরিতে লিওনেল মেসির ফেরা এখনও নির্দিষ্ট নয়। সেই ইনজুরিতে বৃহস্পতিবার ভোরে লিগস কাপে পুমাস উনামের বিপক্ষেও ছিটকে গেছেন তিনি। তবে ইন্টার মায়ামির হেড কোচ হাভিয়ের মাসচেরানো আত্মবিশ্বাসী, মেসিকে লম্বা সময় হয়তো সাইড লাইনে থাকতে হবে না। 

শনিবার নেকাক্সার বিপক্ষে লিগস কাপে খেলার সময় মেসি ডান পায়ে চোট পান। ম্যাচের শুরুতেই বল ড্রিবল করে বক্সে ঢোকার সময় প্রতিপক্ষের রাউল সানচেজ ও অ্যালেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে পেশিতে টান অনুভব করেন মেসি। সেই সময় তিনি মাটিতে পড়ে যান এবং হতাশ হয়ে হাত দিয়ে ঘাসে আঘাত করেন। কয়েক মিনিট পর চিকিৎসা সহায়তা চান। ম্যাচের ১১তম মিনিটে তিনি মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। মেসির ফেরা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি মায়ামি। শুধু জানিয়েছে, সেবা গ্রহণের পর আর্জেন্টাইন তারকার শরীর কেমন সাড়া দেয়, তার ওপর নির্ভর করছে সব কিছু। 

আরও পড়ুন

লিগস কাপের পরবর্তী ম্যাচের আগে দলটির কোচ মাসচেরানো মেসির আপডেট নিয়ে বলেছেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। ক্লাবও একটা বিবৃতি দিয়েছে যেটা পুরোপুরি পরিষ্কার। এটা হালকা ইনজুরি, যা খারাপের মধ্যে আবার ভালো খবর।’ মেসির ফেরা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি মাসচেরানো, ‘আমরা ফেরার কোনও আনুমানিক সময় দিতে চাই না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। সাধারণত সে চোট থেকে খুব ভালোভাবে সেরে ওঠে এবং সবচেয়ে বড় কথা, সে দ্রুত সেরে ওঠে। তাই আমরা দেখবো... তবে এটা নিশ্চিত যে আগামীকাল সে খেলতে পারবে না। এরপর আমরা দেখবো তার অবস্থা কেমন, সে কতটা অগ্রগতি করে।’ বুধবারের ম্যাচের পর দলটি রবিবার মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের খেলায় অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

 ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি 

প্রিয়াঙ্কার রহস্যজনক পোস্ট ঘিরে গুঞ্জন!

ফেনীতে বারবার বাঁধ ভেঙে বন্যার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান