ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বকেয়া না পেয়ে ফিফা’র দ্বারস্থ কিংসের সাবেক রোমানিয়ান কোচ

বকেয়া না পেয়ে ফিফা’র দ্বারস্থ কিংসের সাবেক রোমানিয়ান কোচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রোমানিয়ার কোচ ভ্যালেরি তিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও বসুন্ধরা কিংস তার বকেয়া বেতন এখনও দেয়নি। অপেক্ষায় থেকে তা না পেয়ে সর্বশেষ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফায় নালিশ দিয়েছেন তিতা। কিংসের বিপক্ষে তিন মাসের বকেয়া বেতন ছাড়া বিমান ভাড়া ও বোনাস না পাওয়ার অভিযোগ এনেছেন তিনি।

অস্কার ব্রুজন চলে যাওয়ার পর গত মৌসুমে কিংসের হাল ধরেন তিতা। অনেকটা টালমাটাল অবস্থায় দায়িত্ব নিয়ে দুটো ট্রফি জিতিয়েছেন। ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতলেও লিগে হয়েছেন তৃতীয়। ৫৯ বছর বয়সী কোচ বর্তমানে ওমানের আল শিবের দায়িত্বে আছেন। শুধু তিতা নন, ট্রেনার খালিল চারকৌনও ফিফায় নালিশ দিয়েছেন। তিতা দিনকয়েক আগে ফিফায় অভিযোগ জানিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আমি তিন মাসের বেতন, বোনাস ও ফ্লাইট টিকিট না পেয়ে ফিফায় অভিযোগ করেছি। আমার সঙ্গে ট্রেনার খালিলও রয়েছে। অনেক অপেক্ষা তো করলাম। কিন্তু কিংস আমাদের পাওনা বুঝিয়ে দেয়নি। তাই বাধ্য হয়ে ফিফাতে নালিশ দিয়েছি।’

আরও পড়ুন

তিতা যোগ আরও বলেন, ‘আমি কিংসে আসার আগে সব ঠিক ছিল বলে শুনেছিলাম। আসার পর বেতন, বোনাস নিয়ে সমস্যা। ভালো খেলোয়াড়ও নেই। তারপরও দুটি ট্রফি দিয়েছি। এখন শুনেছি তারা নতুন করে খেলোয়াড় ও কোচ নিচ্ছে। সবকিছু আমার কাছে অবাক মনে হয়। আমি ম্যানেজার ওয়াসিমের কাছে বার বার বকেয়া চাইলেও শুধু দেবো বলে আর দেয়নি। তাই ফিফার শরণাপন্ন হয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজের ২ ঘন্টাপর যুবকের মরদেহ উদ্ধার

প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের গান

৭ মাস পর বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ছেলে আয়াশ

কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ ডাকাত গণপিটুনির শিকার

এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির র‌্যালিতে ‘খাঁচায় বন্দী’ শেখ হাসিনা, ইনু-সালমান-আনিস ‘কারাবন্দি’