প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের গান

নন্দিত গীতিকবি, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। গানের ভুবনে সব সময়ই সরব তিনি। নানামাত্রিক গানের পাশাপাশি বিশেষ দিবস ও বিষয়ভিত্তিক গানও করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। এবার শফিক তুহিন গাইলেন রবীন্দ্রসংগীত।
আজ বুধবার (৬ আগস্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস। এ উপলক্ষে তাকে শ্রদ্ধা নিবেদন করে ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন শফিক তুহিন। গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। আর সংগীতায়োজন করেছেন সালমান জেইম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। শুভব্রত সরকারের পরিচালনায় এতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও দেখা যাবে শফিক তুহিন ও বন্নি হাসানকে।
গানটি নিয়ে শফিক তুহিন বলেন, ছোটবেলা থেকেই আমরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। সেই থেকে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জানতে ও বুঝতে শুরু করি, তার সৃষ্টির প্রতি অনন্য ভালোবাসা সৃষ্টি হয়েছে। তাই বিশ্বকবির প্রয়াণ দিবসে গানের মাধ্যমে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।
আরও পড়ুনতিনি আরও বলেন, আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। আমার সঙ্গে গেয়েছেন বন্নি হাসান। তিনিও খুব ভালো গান করেন। সবমিলিয়ে শ্রোতাদের ভালোই লাগবে আমার বিশ্বাস।
তুমি রবে নীরবে’ গানটি আজ শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
প্রসঙ্গত, এর আগেও প্রায় ৬ বছর আগে শফিক তুহিন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলেন।
মন্তব্য করুন