বগুড়ায় মাান্নান হত্যা মামলা মতিন-আমিনুল-হিরোসহ চার জনের পাঁচদিনের রিমান্ড

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করে বানদিঘীর আব্দুল মান্নান (৭২) হত্যা মামলায় বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের বহিস্কৃত নেতা কারাবন্দি আব্দুল মতিন সরকার (৫০), বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো (৩৫) এবং বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা আমিনুল ইসলামকে (৫০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ওই চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। আজ সোমবার (৪ আগস্ট) ওই আসামিদের এবং তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই আরিফুল ইসলামের উপস্থিতিতে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী রিমান্ডের আবেদন শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেইসাথে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আরও পড়ুনমন্তব্য করুন