ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিভিন্ন ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা। সিরাজগঞ্জের বাজার গুলোতে নিজেদের চাহিদা মিটাতে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে সবজিসহ চাউলের দামও কেজিতে ৪/৫ টাকা বেড়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে সবজিসহ কাচামালের মূল্যের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

প্রতি কেজি বেগুন ৮০-৯০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, পেয়াজ ৭৫-৮০ টাকা, কাঁচা পেপে ৩০-৩৫ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৪০-৪৫ টাকা, লাউ ৬০-৭০ টাকা (আকার ভেদে) পিস, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, আদা ২০০ টাকা, করলা ৬০ টাকা কেজি। তাছাড়াও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি ২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শহরের মাছুমপুর বৌ বাজারের বিক্রেতা আলামিন বলেন, আমরা বিভিন্ন হাট ও আড়ৎ থেকে সবজি ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি তাই আমরাও সেই ভাবে বিক্রি করি। তাছাড়াও শহরের পৌর কাঁচাবাজার, কাঠেরপুল, বাজার স্টেশন বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারেই সবজির মূল্য দিন দিন বেড়েই চলেছে।

আরও পড়ুন

তাছাড়াও চলমান বর্ষা মৌসুমে পরিবহণে অসুবিধা জনিত কারণে মূল্য বৃদ্ধিসহ মালামাল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে তাই দাম বৃদ্ধি পেয়েছে। কিছু সুবিধা ভোগী ব্যবসায়ী মহলের কারসাজিতে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানায় সচেতন মহল। অপর দিকে খেটে খাওয়া মানুষেরা কাঁচাবাজারে প্রতিটি দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় পড়েছে বিপাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু