ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

বগুড়ার নন্দীগ্রামের বাড়িতে শোকের মাতম সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী শফি উদ্দিনের 

বগুড়ার নন্দীগ্রামের বাড়িতে শোকের মাতম সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী শফি উদ্দিনের, ছবি সংগৃহীত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নন্দীগ্রাম উপজেলার শফি উদ্দিন (৩৬) নামে এক প্রবাসী। এ মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে আহাজারি আর কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশিরা। নিহত শফি উদ্দিন উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১৫ বছর আগে তিনি পাড়ি জমান সৌদি আরবে। সেখানে একটি তেলবাহী লড়ি চালাতেন তিনি।

তার বড় ভাই শফিকুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে আমরা তার মৃত্যর খবর পাই। গত বুধবার রাতে সৌদি আরবের জেদ্দার আল-বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লড়িটি দুর্ঘটনা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের  মেয়ে বলেন, এক বছর আগে বাবা দেশে এসেছিল, আমাদের ভাল রাখতে বাবা আবারও বিদেশে গেল, অথচ আজ তাকে কফিনে করে ফিরিয়ে আনতে হবে। স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন, ছেলে বাবার ছবি বুকে জড়িয়ে কাঁদছে। নিহতের বাড়িতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, শফি উদ্দিন অনেক ভাল মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

নির্বাচন সামনে রেখে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নিলামে বিক্রি হল সোনার কমোড, দাম ১.২১ কোটি

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

ডাকসুর ব্যাপারে মানুষের আগ্রহ আমাকে বিস্মিত করে: ঢাবি ভিসি

বীজ থেকে কাঠ, কাঠ থেকে যন্ত্র এবং সুরের যাত্রায় ভিন্নধর্মী প্রদর্শনী ‘গায়েন অরণ্য'