বগুড়ায় ‘ভয়েস অব জুলাই’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার : তরুণ প্রজন্মের কণ্ঠস্বর নামে “ ভয়েস অব জুলাই-বগুড়া” নামে এক নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই সংগঠনের আত্ম প্রকাশ হয়।
ভয়েস অব জুলাইয়ের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, “ভয়েস অব জুলাই-বগুড়া জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অরাজনৈতিক, প্রগতিশীল ও এবং সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। ভয়েস অব জুলাই বগুড়া ইতোমধ্যে বগুড়ার বিভিন্ন উপজেলার ছাত্র ও তরুণদের সংযুক্ত করে একটি সংগঠিত কাঠামো গড়ে তুলেছে।
সংবাদ সম্মেলন থেকে আজিম উদ্দিনকে আহ্বায়ক, ছাব্বির আহম্মেদ রাজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল হাসান নেহালকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুনকমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল্লাহ আল নোমান সাব্বির, নূর আফরিন নিহান, আফসানা মিমি, মাহমুদুল হাসান, এম কে এ বিলাস, আব্দুল্লাহ আল আরাফাত, নিয়ামুল হাসান বাঁধন, ওহাব রিয়াজ, আব্দুল মোমিন, ইব্রাহীম হোসাইন, মোঃ সাদ্দাম হোসেন, তাজনুর ইসলাম, মোঃ মিজানুর রহমান, সাইফুল ইসলাম বুলবুল, আনান রহমান, মোঃ রায়হান হোসেন, রেজাউল সরকার রেজা, সানজিদা আনজুম এশা, আফরিন সুলতানা, মোঃ মাহবুবুর রহমান, মোঃ মিজান রহমান যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংবাদ সম্মেলনের শুরুতে সকল জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সংবাদ সম্মেলন শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন