ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির উদ্দিন

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির উদ্দিন

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। যারা জুলাই ও আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গত ১৭ বছরে যারা জেল খেটেছে, ৫ আগস্টের পরেও আসিফ মাহমুদ সে সকল নেতাকর্মীকে জেলে প্রেরণ করেছেন। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কুমিল্লা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে দেখতে এসেছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। যা অত্যন্ত বেদনাদায়ক। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছেন। মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ১৩ নেতাকর্মীকে মুক্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদ খুনি হাসিনার মতো মুরাদনগরের মানুষের সাথে গাদ্দারি করছেন। গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই মুরাদনগরের একজনও আজ কারাগারে নাই। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন, আসিফের বাবার সাথে ব্যবসা-বাণিজ্য করছেন। আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থেকে কীভাবে নির্বাচন করবেন? অনেকে বলছেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এমন উপদেষ্টা নিয়ে সরকার কীভাবে নিরপেক্ষ থাকে?

আরও পড়ুন

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আসিফের মাফিয়াতন্ত্রের কারণে স্থানীয় ওসি ভয়ের মধ্যে আছেন। সে কারণে তিনি মামলা দিচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই ওসিকে প্রত্যাহার করা হয়।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলখানায় সাক্ষাৎ শেষে নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের জুলাই সনদ

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাগ্রত জুলাই কনসার্ট

মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি: সচিব

বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

রামুতে লোকালয়ে মিললো ১৫ ফুট লম্বা অজগর, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা