ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

নাটোরের গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকরা ভুয়া এনএসআই আটক

নাটোরের গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকরা ভুয়া এনএসআই আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) কর্মকর্তা সেজে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 
গত রোববার রাতে এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে এবং তাদের সরাসরি অংশগ্রহণে সেনাবাহিনী ও গুরুদাসপুর থানা পুলিশের যৌথ অভিযানে মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল হোসেন (৩০) গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা ও মো. মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন জানান, নাজমুল হোসেন নিজেকে এনএসআইর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া দুদক চিঠি তৈরি করে নাটোর জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গুরুদাসপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গত তিনদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্য গুদাম পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

এদিকে চিঠিটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক। এরই প্রেক্ষিতে গত রোববার রাত ৮টায় চাঁদার অর্থ নিতে মডেল মসজিদের সামনে উপস্থিত হতে বললে, ওঁত পেতে থাকা যৌথ বাহিনীর সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে আটক করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক খন্দকার, সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী

শ্রোতা-দর্শকের আগ্রহ বাড়ছে বেলী আফরোজের নতুন গানে

নাটোরের লালপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

বগুড়ার শাজাহানপুরে আল আমিন হত্যা মামলার আসামির বাড়িতে যৌথ অভিযান

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বিস্ফোরণ : রাষ্ট্রপতি