ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া বাংলাদেশের। ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ার হাতছানি নিয়েই পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নামে বাংলাদেশ। লক্ষ্য ছিল শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়। কিন্তু অলিখিত ফাইনালে বড় ব্যবধানে পরাজয়ই হলো নিয়তি। কুসাল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৯৯ রানে জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, সিরিজও জিতেছে ২-১ ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে ব্যাট হাতে ঝলক দেখান অধিনায়ক কুসাল মেন্ডিস। ১১৪ বলে ১৮ চারসহ ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আসালাঙ্কার সঙ্গে তাঁর ১২৪ রানের চতুর্থ উইকেট জুটিই গড়ে দেয় ম্যাচের ভিত্তি। আসালাঙ্কা করেন ৫৮ রান। শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনলেও তখন পর্যন্ত ক্ষতি হয়ে গেছে অনেকটাই।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৪ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান ও শান্ত। এরপর হৃদয়-পারভেজ কিছুটা প্রতিরোধ গড়লেও তা ছিল ক্ষণস্থায়ী। হৃদয় ৭৮ বলে ৫১ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে কেউ সঙ্গ দিতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন

বল হাতে শ্রীলঙ্কার পক্ষে চামিরা ও আসিথা নিয়েছেন তিনটি করে উইকেট, দুই উইকেট পেয়েছেন ওয়েলালাগে ও হাসারাঙ্গা। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন কুসাল মেন্ডিস। আর সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন চারিথ আসালাঙ্কা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পরাজয়ের ফলে শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন ভাঙল বাংলাদেশের। সিরিজ শেষে দুই দল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যার প্রথমটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, একই ভেন্যু পাল্লেকেলেতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম

ভেস্তে যাওয়ার পথে গাজার যুদ্ধবিরতি আলোচনা

প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার : যুবদল সভাপতি

‘আমি কি এই দেশে নিরাপদ :বাঁধন

নতুন রানি পাচ্ছে উইম্বলডন

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার