ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোচচাপায় ২ জন নিহত, আহত দুই চালক আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোচচাপায় ২ জন নিহত, আহত দুই চালক আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের পাশে সড়ক দুর্ঘটনায় ঘাতক কোচের চালক আবু সাইদকে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৌহার্র্দ পরিবহনের একটি কোচ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন উল্লাপাড়ার মাগুড়াডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ভ্যান চালক রনি ইসলাম (৩৫) এবং যাত্রী আব্দুল মালেকের ছেলে ফারুক হোসেন (৩০)।

এই দুর্ঘটনায় উল্লাপাড়ার ভেটুয়াকান্দি গ্রামের আব্দুল মানিকের ছেলে হযরত আলী (২৫) এবং ময়েজ আকন্দের ছেলে হারুন অর রশিদ (২৮) গুরুতর আহত হন। আহতদেরকে রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহতরা সবাই অটোভ্যানের যাত্রী। ভ্যানটি সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে উল্লাপাড়ায় আসছিল। ঘাতক কোচটি পাবনা থেকে কক্সবাজার যাচ্ছিল। দুর্ঘটনার পর কোচটি আটক করে পুলিশ।

আরও পড়ুন

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, গত বৃহস্পতিবার রাতের সড়ক দুর্ঘটনায় পালিয়ে যাওয়া কোচের চালক আবু সাইদকে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আটক করা হয়েছে। আটক চালক গোপালগঞ্জ জেলা শহরের বাসিন্দা। পলাতক হেলপারকেও খুঁজছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল চুরি

গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

সিরাজগঞ্জে গরুচোর ধরে গণপিটুনিতে নিহত ২

ভারতীয় ভিসার বিষয়ে এলো নতুন সিদ্ধান্ত

আগামী মাস থেকে শুরু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী