বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ গতকাল শনিবার রাতে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ১৬ মামলার আসামি মো. বকুল সরদারকে (৪৩) গ্রেফতার করে গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত বকুল সরদার উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামের মো. বুলু সরদারের ছেলে। উল্লেখ্য, কাহালু থানার এ.এস.আই মো.মোজাম্মেল হক গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বকুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
আরও পড়ুনথানা সূত্রে বলা হয় এ পর্যন্ত বকুলের বিরুদ্ধে কাহালু থানাসহ আরও বিভিন্ন থানায় মোট ১৬ টি মাদক আইনের মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন