ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে নাইজেরিয়ার নাগরিক আটক

নাইজেরিয়ান নাগরিককে আটক

ফেনী পরশুরাম সীমান্ত থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে পরশুরামের বাউরপাথর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পরশুরাম বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৬২/৫ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরপাথর এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন। তাকে তল্লাশি করে একটি লাগেজ, এইচপি মডেলের ল্যাপটপ, তিনটি মোবাইল ও ৩০ ডলার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। আটক নাইজেরিয়ান নাগরিককে জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এর আগেও আমরা ফেনী সীমান্ত থেকে একজন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছিলাম। গতকাল আরও একজনকে আটক করেছি। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা

পশ্চিম তীরে সার্বভৌমত্বের প্রয়োগ দেখতে চান ইসরায়েলি মন্ত্রীরা

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

দেশব্যাপি বজ্রসহ বৃষ্টির আভাস

কুমিল্লায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা

এখনও ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ