ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

বিশ্বকাপে ফ্রান্স-অস্ট্রেলিয়াকে লড়াকু বাংলাদেশ দেখাতে চান ডাচ কোচ

বিশ্বকাপে ফ্রান্স-অস্ট্রেলিয়াকে লড়াকু বাংলাদেশ দেখাতে চান ডাচ কোচ

স্পোর্টস ডেস্ক : সিগফ্রাইড আইকম্যান ডাচ কোচ হলেও এশিয়ায় বেশ পরিচিত। প্রায় দেড় যুগ এশিয়ায় ওমান, জাপান, পাকিস্তান সহ নানা দেশে সিনিয়র দলের কোচ ছিলেন। এবার বাংলাদেশে স্বল্প সময়ের জন্য অ-২১ দলের কোচের দায়িত্ব নিয়েছেন। আজ ডাচ কোচ আইকম্যানকে হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এনেছেন। 

 

আইকম্যান এশিয়ান হকি ফেডারশেনের অন্যতম কোচিং এডুকেটর। কোচদের শিক্ষক হওয়ায় তাই সাংবাদিকদের প্রতিটি প্রশ্নেরই বিশদ ব্যাখা দিলেন। অ-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কোরিয়ার গ্রুপে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ঐ গ্রুপের সবচেয়ে দুর্বল দল। বাস্তবিক অর্থে এই গ্রুপ থেকে সামনের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দেখছেন না ডাচ কোচ আইকম্যান। এরপরও তিনি আশার বাণী শুনিয়েছেন, ‘অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল। তাদের এই পর্যায়ে ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার কৃত্তিত্ব রয়েছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই।’

হকি ফেডারেশনের চাওয়াও এমনটি। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘বিশ্বকাপ ও আমাদের লেবেল আমরা বুঝি। তাই বিশ্বকাপে কোয়ার্টার বা ঐ পর্যায় খেলব এমন ঘোষণা দেব না। ফ্রান্স, অস্ট্রেলিয়াকে ভয় না পাওয়া এবং তাদের বিপক্ষে লড়ে বিশ্বকাপে আমাদের র‍্যাংকিং অবস্থান উন্নতি করাই মূল লক্ষ্য।’

 

ডাচ কোচের সঙ্গে হকি ফেডারেশন গত পরশু দিন চুক্তি করেছে। তবে তিনি এই সপ্তাহেই আবার বাংলাদেশ ত্যাগ করবেন। সেপ্টেম্বরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। ২৮ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু। তিন মাস সময় পর্যাপ্ত কিনা এই প্রশ্নের উত্তরে আইকম্যান বলেন, ‘কোচদের কাছে সব সময় যত সময় পাওয়া যায় ততই ভালো। তিন মাস সময় মোটামুটি অর্থে যথেষ্ট। দীর্ঘ সময় অনুশীলন ও ক্যাম্প করানো বাংলাদেশের পক্ষে কষ্টসাধ্য। আমি এই সময়ের মধ্যেই বাংলাদেশ দলের ফিটনেস লেভেল উন্নতি করে খেলার মান উন্নয়ন করতে চাই।’

বাংলাদেশে কখনো কাজ না করলেও বাংলাদেশের হকির সম্পর্কে অনেক ধারণা রয়েছে তার। তিনি বাংলাদেশের হকি সম্পর্কে বলেন, ‘২০০৯ সালে আমি জাপানের কোচ হই। এরপর থেকে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দলকে মোকাবেলা করেছি। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথম বাংলাদেশের মুখোমুখি হয়েছিলাম। বাংলাদেশের এই দলে (অ-২১) বিকেএসপির খেলোয়াড় রয়েছে অনেক। তারা বেশ মেধাবী। প্রথমবারের মতো বাংলাদেশ যুব বিশ্বকাপে খেলছে।’

 

আইকম্যান এশিয়ার হকির অন্যতম সমাদৃত কোচ। তিনি মূলত সিনিয়র দলকেই কোচিং করান। সেখান থেকে বাংলাদেশে অ-২১ দলে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়ে বলেন, ‘চ্যালেঞ্জ ও হকি উন্নয়ন দু'টোই আমার পছন্দ। অ-২১ দল মূলত হকির উন্নয়নের জায়গা। তারাই আগামীর ভবিষ্যত। বাংলাদেশ প্রথমবার বিশ্ব পর্যায়ে খেলবে তাই এখানে আসলাম। হকি এখন অনেক আধুনিক। গত বছর আমি যা কোচিং করিয়েছি এখন সেটা পুরনো মনে হয়। নিজেকে প্রতিনিয়ত বদলাতে হচ্ছে আধুনিকতার সঙ্গে।’

আরও পড়ুন

এখন হকি দলের ক্যাম্পে ৪০ জনের বেশি খেলোয়াড় রয়েছেন। আইকম্যান আগস্ট মাসে না থাকলেও দুই দেশীয় কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব তার নির্দেশনা অনুযায়ী কোচিং করাবেন। সেপ্টেম্বরে তিনি এসে স্কোয়াড সংখ্যা ত্রিশের নিচে নামিয়ে আনবেন। এরপর বিদেশে অনুশীলন ম্যাচ খেলতে নিয়ে যাবেন। বিদেশে প্রস্তুতি ম্যাচের ভুল-ত্রুটি তিনি ঢাকায় আবার এসে সপ্তাহ দুই-তিনেক সময় নিয়ে শোধরাবেন।

বাংলাদেশ হকি ফেডারেশন পাকিস্তান ও ইউরোপ দুই জায়গায় প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে। সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘আমরা সেপ্টেম্বরে পাকিস্তানে চারটা ম্যাচ আর অক্টোবরের শেষ দিকে জার্মানি ও হল্যান্ডে দশ দিনে ছয়টি ম্যাচ খেলার পরিকল্পনা করছি। ইউরোপে সূচি আগেই নির্ধারিত থাকে। আমাদের কোচের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে সেই যোগাযোগের ভিত্তিতে আমরা ইউরোপে দল পাঠানোর ব্যাপারে আশাবাদী।’

বাংলাদেশের হকি নানা সমস্যায় জর্জরিত। বিশ্বকাপ হকিতে খেলতে হলে খেলোয়াড় ও কোচিং স্টাফের অনেক সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। আইকম্যান এসে বাংলাদেশের বাস্তবতা ও ফেডারেশনের সামর্থ্য অনুযায়ী কিছু নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী ফেডারেশন ব্যবস্থা নিয়েছে বলে জানান সাধারণ সম্পাদক, ‘আমরা ফিটনেসের জন্য ইতোমধ্যে কিছু সরঞ্জাম নিচ্ছি।’

দীর্ঘ মেয়াদী ক্যাম্প, বিদেশি কোচ, ইউরোপ দল পাঠানো সব কিছুতেই আর্থিক সঙ্গতি জড়িত। হকি ফেডারেশন বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশনে জন্য ৫ কোটি টাকার বাজেট করেছে। সেই বাজেটের সংস্থান নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন,‌ ‘ইউএস বাংলা এয়ারলাইন্স ও যমুনা ব্যাংককে ধন্যবাদ। তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাজেটের প্রায় এক তৃতীয়াংশ সংস্থান হয়েছে এতে দুই মাসের ক্যাম্প চলবে। আমরা আজ মন্ত্রণালয়ে সভা করেছি। তারাও সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বকাপে আমাদের দল যাবে ও ক্যাম্প চলবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ২

নওগাঁয় মানবাধিকার কর্মী সেজে বিরোধ মিমাংসা করতে এসে আটক ৪

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

রংপুরের তারাঞ্জের ইউএনও জন্ম মৃত্যু নিবন্ধনে সাফল্য অর্জন করেছেন

করোনায় একজনের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন থেকে ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য