ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের তারাঞ্জের ইউএনও জন্ম মৃত্যু নিবন্ধনে সাফল্য অর্জন করেছেন

রংপুরের তারাঞ্জের ইউএনও জন্ম মৃত্যু নিবন্ধনে সাফল্য অর্জন করেছেন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশের ৬৪ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের প্রকাশিত জুন মাসের তুলনামূলক প্রতিবেদন অনুযায়ী রংপুরের তারাগঞ্জ উপজেলা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সাফল্যের পেছনে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানার নেতৃত্ব, সুপরিকল্পিত দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে প্রধান ভূমিকা পালন করেছেন।

সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত  জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজের মূল্যায়ন প্রকাশিত করা হয়। নিবন্ধন কার্যক্রমে ১২ মাসের লক্ষ্যমাত্রায় মুখ্য মাত্রায় ১৩৩ দশমিক ৪০ শতাংশ কাজ করে সারাদেশের দ্বিতীয় অবস্থানে স্থান পেয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা। জন্ম মৃত্যু নিবন্ধনের গুরত্ব সম্পর্কে জানতে চাইলে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় জানান, নাগরিক অধিকার নিশ্চিত করতে নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মানিক মোহন্ত ও সয়ার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাদ্দাম হোসেন বলেন, ডিজিটাল নিবন্ধন ব্যবহারের ফলে সাধারণ মানুষ এখন দ্রুত ও নির্ভুলভাবে সেবা পাচ্ছে। এ জন্য আমরা উপজেলা ইউএনওর উদ্যোগে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করতে পেরেছি।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা জানান, এই সাফল্য কেবল প্রশাসনের নয়। এটি তারাগঞ্জ উপজেলাবাসীর। সম্মিলিত প্রচেষ্টার কারণেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আমি প্রত্যেক ইউনিয়ন পরিষদ, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে যেন এই ধারা অব্যাহত থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেফতার

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিনসহ হিন্দু মহাজোটের ৪ দাবি

অনিয়ম গুরুতর হলে হাইকোর্টে রিট করা হবে: ক্যাব সভাপতি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনা করছে ভারত

সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান