ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

নওগাঁয় মানবাধিকার কর্মী সেজে বিরোধ মিমাংসা করতে এসে আটক ৪

নওগাঁয় মানবাধিকার কর্মী সেজে বিরোধ মিমাংসা করতে এসে আটক ৪। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ মিমাংসা করার নামে প্রতারণা করার সময় ভুয়া মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দেওয়া ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এবিসি বাংলা টিভির স্টিকার লাগানো ১টি কার, ইলেকট্রিক ডিভাইস এবং মানবাধিকার ও গণমাধ্যমের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে গোয়েন্দা সংস্থার(এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চকদৌলত এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আল মঞ্জিল এলাকার সৈয়দ মইন উদ্দিনের ছেলে সৈয়দ রায়হান (৩৮), বরগুনা জেলার সদর উপজেলার বদরখালি এলাকার মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে কামাল আহমেদ(৪৯), ঢাকার যাত্রাবাড়ী এলাকার ইউনুস মোল্লার ছেলে ইমন আমিন (২০) এবং শরিয়তপুর জেলার মান্দা এলাকার লোকমান বেপারীর ছেলে আরিফ বেপারী (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে শহরের চকদৌলত এলাকার বাসিন্দা নিলুফার ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে যায় ওই ৪ জন। এলাকায় গিয়ে তারা আইনি সহয়তা কেন্দ্র ফাউন্ডেশনের মানবাধিকার কর্মী ও এবিসি বাংলা টিভির সাংবাদিক পরিচয় দেন। পরবর্তীতে স্থানীয়দের ডেকে তারা জমি সংক্রান্ত মীমাংসায় বসেন এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকেন।

আরও পড়ুন

গোয়েন্দা সংস্থার সদস্যরা পুলিশকে এ তথ্য দিলে অভিযান পরিচালনা করে চার প্রতারককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা, জরিমানা ধার্য ও আদায়, চাঁদাবাজি, জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা নেওয়া এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগ রয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঢাকা থেকে কয়েকজন ব্যক্তি শহরের চকদৌলত এলাকায় এসে নিজেদেরকে মানবাধিকার কর্মী এবং সাংবাদিক পরিচয় দিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসায় বসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সবচেয়ে বড় ‘আনার’ বাগান দিনাজপুরে

বগুড়ার ধুনটে ভাতিজার ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন