ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে খুনের দায়ে ভাইয়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জে খুনের দায়ে ভাইয়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে রোকন শেখ নামে এক যুবককে ছুরিকাঘাতে ছোটভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ (৩৫) এর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত স্বপন শেখ ওরফে ডোবার সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ এলাকার বাসিন্দা। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ অক্টোবর সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার স্বপন শেখ ও তার ছোট ভাই রোকন শেখের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বপন শেখ ছোট ভাই রোকনের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।

আরও পড়ুন

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে স্বপন শেখকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।  দীর্ঘ শুনানি শেষে বিচারক গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আরও ১০৪ ফিলিস্তিনিকে হত্যা 

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

শাহবাগ অবরোধ করে জুলাই সনদের দাবি, যান চলাচল বন্ধ

জাতীয় সরকারের প্রস্তাবে রাজি ছিলেন না তারেক রহমান : নাহিদ 

বগুড়ায় যুবদল নেতা অতুলকে কুপিয়েছে দুর্বৃত্তরা

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার