ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

রংপুরের তারাগঞ্জে ছাত্রকে গলাকেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রংপুরের তারাগঞ্জে ছাত্রকে গলাকেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। প্রতীকী ছবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বুড়িহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইফরান রহমান বাবুকে (১৩) গলাকেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষাভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে স্থানীয় বুড়িরহাট বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় ও বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী।

মানববন্ধনে শিক্ষার্থীরা সহপাঠী বাবুর হত্যাকারীদের ফাঁসির দাবি করে। বাবু স্থানীয় বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো। পড়ালেখার পাশাপাশি বাড়তি রোজগারের জন্য বাবার ব্যাটারি চালিত ভ্যান চালায় বলে জানান এলাকাবাসী।

জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভ্যানচালক বাবা শফিকুল ইসলাম অসুস্থ থাকায় গত সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পর বাবু তার বাবার ভ্যান নিয়ে বের হয়। ওইদিন রাতে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন।

আরও পড়ুন

পরে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে লোকমুখে উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গানামকস্থানে গলাকাটা এক যুবকের লাশ পরে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে বাবুর লাশ শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। তবে লাশ পাওয়া গেলেও ভ্যানটি পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়