ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

 উত্তেজিত জনতার মারধর ও ডিম নিক্ষেপ

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও (কার্যক্রম নিষিদ্ধ) পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ ইমরানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে পৌরশহরের উলিপুর নতুনপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। তাকে আজ সোমবার (২৮ জুলাই) বেলা সোয়া ২টার দিকে থানা থেকে আদালতে নেয়ার জন্য গাড়িতে উঠানোর সময় উত্তেজিত জনতা মারধর ও ডিম নিক্ষেপ করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে শেরপুর থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বগুড়ার শাহজাহানপুর থানায় একটি, ধুনট থানায় একটি ও শেরপুর থানায় দুটিসহ মোট চারটি মামলা রয়েছে। সোমবার সকালে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে উৎসুক জনতা জড়ো হতে থাকে।

আরও পড়ুন

এ সময় পুলিশকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা যায়, তারপরেও আদালতে নেয়ার জন্য গাড়িতে তোলার সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তার উপর হামলা করে। এ সময় তাকে কিল ঘুষি মারা ও তার ওপর ডিম নিক্ষেপ করতে দেখা যায়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দিন বলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান ৪ মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর আজ সোমবার (২৮ জুলাই) দুপরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগরের তলদেশ

ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসন করবে বিএনপি: মির্জা ফখরুল

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামি ট্রাইব্যুনালে

দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা