ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারপিটের অভিযোগ থানায়

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারপিটের অভিযোগ থানায়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফোনে ডেকে নিয়ে মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানী মিরপুরের এক নম্বরে এ ঘটনা ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এ নিয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বাদি সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে মারপিট করে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদির সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি ধরেননি। তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ 

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

দুপচাঁচিয়ায় অকেজো সিসি ক্যামেরাগুলো  এক বছরেও মেরামত করা হয়নি 

তানোরে মাটি খুঁড়ে মিলল ১১ লাখ টাকা