ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ

পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টে ঠিকই একে-অপরের সঙ্গে খেললেও রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগের বেশি সময় দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। 

সম্প্রতি পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। তখন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার, এমনকি দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও বলা হয়, দ্বিপক্ষীয় সিরিজ তো নয়ই; তারা এসিসি ও আইসিসির টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে আর কখনো খেলবে না। কিন্তু আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বিসিসিআই রাজি হয়ে ঠিক করেনি। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। 

আরও পড়ুন

পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করেছেন সৌরভ। কিন্তু তার মতে, খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সৌরভ বলেন, ‘খেলাধুলা এগিয়ে চলুক। পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়। কিন্তু সে কারণে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাশাপাশি খেলাও চলুক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাম প্রত্যাহার করেছেন জোকোভিচ

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মাইলস্টোন কলেজের শিক্ষা কার্যক্রম শুরু

আবু সাঈদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে, অভিযোগ গঠন আজ

জুলাই ঘোষণাপত্র-প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ