নাম প্রত্যাহার করেছেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক: সিনসিনাটি ওপেনে খেলার কথা ছিল নোভাক জোকোভিচের। কিন্তু বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ইউএস ওপেনের প্রস্তুতিমূলক আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন সার্বিয়ান তারকা।
সিনসিনাটি কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে দ্য অ্যাথলেটিক। তার মানে নিউ ইয়র্কের এ মেজর আসরের আগে আর কোনো ম্যাচ খেলবেন না জোকোভিচ। উইম্বলডনের ক্লান্তি দূর করতে সিনার ও কার্লোস আলকারাজের মতো কানাডিয়ান ওপেনে খেলেননি জোকোভিচ।
আরও পড়ুনতবে ইউএস ওপেনের প্রস্তুতি নিতে সিনসিনাটিতে খেলতে যাচ্ছেন সিনার-আলকারাজ।
মন্তব্য করুন