ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন ভাইসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (৪ আগস্ট) চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) ও মো. সোলায়মান। খালাস পেয়েছেন—আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে তার বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২১ আগস্ট চাতরি এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শুকুরের ছেলে মো. মিজান আনোয়ারা থানায় মামলা করেন।

আরও পড়ুন

পুলিশের তদন্তে জানা যায়, পার্শ্ববর্তী খালে জাল দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা শুক্কুরকে পরিকল্পিতভাবে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নেত্রকোণায় বজ্রপাতে মৃত্যুর হার কমাতে হাওরে ৫০০ তালগাছ রোপণ

লালমনিরহাটে কালচারাল অফিসারের আপত্তিকর ছবি ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকরা ভুয়া এনএসআই আটক

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ

পুলিশের নৌকা ডুবিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা