সেপ্টেম্বরেই হচ্ছে এশিয়া কাপ, ভেন্যু আরব আমিরাত

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ ক্রিকেট নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। এশিয়া কাপ আয়োজন নিয়ে সমস্ত অনিশ্চয়তা শেষমেশ কেটে গেল। আগামী সেপ্টেম্বরের শুরুতে পর্দা উঠবে প্রতিযোগিতাটির।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। আসর চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
“সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের তারিখ নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিস্তারিত সূচি শীঘ্রই প্রকাশিত হবে।”
আট দলের অংশগ্রহণে হবে টি-টোয়েন্টি সংস্করণের আসছে এশিয়া কাপ। এসিসির পাঁচ পূর্ণ সদস্য বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়বে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
ঢাকায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এসিসির বার্ষিক সভা। তবে এই সভা নিয়ে জেগেছিল প্রবল শঙ্কা। শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভায় অংশ নিতে আপত্তি জানায়। পরে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডেরও অংশ নিতে না চাওয়ার খবর আসে।
শেষ পর্যন্ত অবশ্য সবার অংশগ্রহণেই হয় সভা। সেখানে আলোচনার মূল বিষয়ই ছিল এশিয়া কাপ। পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হওয়ায় যে টুর্নামেন্টের ভবিষ্যৎ পড়ে যায় অনিশ্চয়তায়।
আরও পড়ুনসভা শেষে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন নাকভি। কিন্তু সেখানে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত কিছু বলেননি তিনি। এক দিন পর নিজেই দিলেন টুর্নামেন্টটি শুরু ও শেষের দিনক্ষণের ঘোষণা।
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া চুক্তির কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে আমিরাতে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তাদের ম্যাচগুলো হয় নিরপেক্ষ ভেন্যুতে। তখনই চুক্তি হয়, ভারত আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানও তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
গত মার্চে দুবাইয়ে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত।
এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়বে কিনা, সেটা নিয়ে চলছে আলোচনা। যদিও গত এক দশক ধরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের একই গ্রুপে থাকা নিয়মিত দৃশ্য। এবারও তেমন কিছুরই আশা করা হচ্ছে।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে তারা। ২০২২ সালের আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল লঙ্কানরা।
মন্তব্য করুন