গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলামের রহস্যজনক মৃত্যু

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের(৪২) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ শালমারা ইউনিয়নের বালুয়া গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার এস.আই নজরুল ইসলাম মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই বমি করতে করতে কিছুক্ষণ পরেই তিনি মারা যান। এনজিওসহ বিভিন্ন ঋণের চাপে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের কাছ থেকে এমন খবরে আমরা ঘটনাস্থলে এসেছি। তার মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ইউপি সদস্য জহুরুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকার চাপে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন