ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাবা হারালেন জাতীয় দলের তারকা পেসার এবাদত

বাবা হারালেন জাতীয় দলের তারকা পেসার এবাদত

স্পোর্টস ডেস্কঃ বাবা হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। তার বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, এবাদত হোসেন চৌধুরীর বাবা ছিলেন সাবেক বিজিবি সদস্য। তিনি অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। তার ফলে শারীরিকভাবে অনেকটা সুস্থও ছিলেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এসময় এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে শেষমেশ তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন

 
 

স্থানীয় সংবাদমাধ্যমকে এবাদত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনও কল্পনা করিনি। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আজ শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর ওপর জোর প্রধান উপদেষ্টার

সিরাজগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ফের বিয়ে করলেন শবনম ফারিয়া

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল কেটে কৃষকের ৫টি গরু চুরি

স্থগিত এনসিএল টি টোয়েন্টি শুরু ২৬ সেপ্টেম্বর

শ্রেয়া ঘোষালের কণ্ঠে নারী বিশ্বকাপের থিম সং