ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ের দুঃখী জান্নাত পেলো ‘সুখের দোকান’

ঠাকুরগাঁওয়ের দুঃখী জান্নাত পেলো ‘সুখের দোকান’, ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জীবনের গল্প অনেকাংশে কল্পনাকেও হার মানায়, নতুন করে ভাবতে বাধ্য করে মানুষকে। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার করার স্বপ্ন থাকলেও, সেই স্বপ্ন স্থির হয় না সব নারীর জীবনে। বাস্তবতার কাছে মুখ থুবড়ে দাঁড়ায় সব অনুভূতি।

ঠাকুরগাঁও পরিষদপাড়া কাঁচাবাজার আড়ৎ এলাকায় লোহার খাঁচাবন্দি চার সন্তানকে বয়ে বেড়ানো দুঃখী জান্নাত বেগমের কথাও ঠিক তেমনি। সন্তানদের আগলে রাখতে বন্ধুর পথে লড়ে গেছেন যিনি একাই। সমাজের প্রতিকূলতা ভেঙে লোহার খাঁচাবন্দি চার সন্তানকে নিয়ে টিকে থাকা সেই দুঃখী জান্নাত এবার পেলো সুখের দোকান। বিভিন্ন গণমাধ্যমে লোহার খাঁচার চার সন্তান বয়ে বেড়ানো জান্নাতের এই সংবাদ প্রচারের পর অনেকেরই দৃষ্টিগোচর হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজের বিত্তশালীরা। ফিরে আসে জান্নাতের স্বামী হাবিল। বুধবার বিকেলে ‘একজন বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাত ও তার স্বামী হাবিলের হাতে ‘সুখের দোকান’ নামের একটি ভ্রাম্যমাণ মুদির দোকান হস্তান্তর করেন। বিস্কুট, চানাচুর, চিপস, সাবানসহ নানা পশরায় সুসজ্জিত এই সুখের দোকানই জান্নাতের আগামীর বেঁচে থাকার সম্বল। আর তাই আয়ের পথ খুঁজে পেয়ে খুশি জান্নাত ও তার স্বামী।

গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে জান্নাত বলেন, বিভিন্ন গণমাধ্যমে একদিকে যেমন আমার স্বামীকে ফিরে পেয়েছি অন্যদিকে অনেক মানুষকে আমার পাশে সাহায্যের হাত বাড়াতে দেখেছি। আজ আমি ও আমার স্বামীসহ আমরা পেয়েছি ‘সুখের দোকানে’র মতো আয়ের উৎস। আমার স্বামী দোকানটি ভালোভাবে পরিচালনা করলে সন্তানদের নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো।

আরও পড়ুন

জান্নাতের স্বামী হাবিল জানান, অভাবের কারণে এতগুলো সন্তানদের ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম। এখন যেহেতু আয়ের একটা উৎস পেয়েছি, এটাকে আঁকড়ে ধরেই সন্তানদের আর জান্নাতের পাশে আজীবন থাকবো।

নাম প্রকাশে অনিচ্ছুক ‘একজন বাংলাদেশের’ পরিচালক বলেন, আমার মত আরো অনেকেই হাজারো জান্নাতের পাশে দাঁড়ালে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়িতে কচ্ছপ রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন

বগুড়ার কাহালুতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে জমি দখলের প্রতিবাদ করায় কৃষককে হত্যার চেষ্টা

দিনাজপুরের বোচাগঞ্জের ব্যবয়ায়ীর ১১ টন চাল পটুয়াখালী থেকে উদ্ধার গ্রেফতার ২