ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

কুমিল্লায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে ,নিহত এক

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে ,নিহত এক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম (৪২)। তিনি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রাইভেটকারটি ঢাকামুখী ছিল। উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে প্রচুর পানি ও কচুরিপানা থাকায় উদ্ধার কাজ বিলম্বিত হয়।

আরও পড়ুন

নিহতের স্বজনরা জানান, জরুরি কাজে সাইফুল ইসলাম ঢাকায় যাচ্ছিলেন। তার সঙ্গে নগদ অর্থও ছিল, যা দুর্ঘটনার পর পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন