ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জামায়াত বিএনপির শক্র নয়, তারা প্রতিপক্ষ : জি এম সিরাজ

জামায়াত বিএনপির শক্র নয়, তারা প্রতিপক্ষ : জি এম সিরাজ। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জামায়াত বিএনপির শক্র নয়, তারা প্রতিপক্ষ, আপনারা কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করুন। দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ দল হলো বিএনপি, তাই বিএনপিকে বাদ দিয়ে কোন সংস্কার হবেনা।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি রাজনীতি করে দেশ ও জনগণের কল্যাণে, তাই বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের কল্যাণ সম্ভব নয়। আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৫টায় শাহ-বন্দেগী ইউনিয়ন বিএনপির আয়োজনে ধড়মোকাম ফাল্গুনি হোটেল চত্বরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসআর গ্রুপের এমডি ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, মোস্তাফিজার রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোহাম্মদ কাওসার কলিন্স, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল ইসলাম নুর, বিএনপি নেতা বদিউজ্জামান বদি, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন