ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন বাংলাদেশ-নেপাল ম্যাচে

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন বাংলাদেশ-নেপাল ম্যাচে

স্পোর্টস ডেস্কঃ আজ দুপুরে রাজধানী ঢাকার উওরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী-শিক্ষক হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার শোক জানিয়ে আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশ-নেপাল ম্যাচের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মাইলস্টোন ঘটনায় নাগরিক জীবনে সবাইকে স্পর্শ করেছে। ক্রীড়াঙ্গনে শোকের আবহ বইছে। বাফুফে, বিসিবি, কাবাডি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে। বাফুফে শোক প্রকাশের পাশাপাশি ম্যাচ শুরুতে এক মিনিট স্মরণ করে শোকাহতের উদ্দেশ্যে। বাংলাদেশ ফুটবল দলকে অবশ্য কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়নি।

সাফ অ-২০ টুর্নামেন্টে আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচ নেই। গ্রুপ পর্বে আজ বাংলাদেশ-নেপাল ম্যাচই অঘোষিত ফাইনাল। বাংলাদেশ ড্র করলেই চ্যাম্পিয়ন অন্য দিকে প্রতিপক্ষ নেপাল জিতলে চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়ে ম্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার আজকের একাদশে পূর্ণ শক্তি দিয়েই শুরু করেছেন। অধিনায়ক আফিদা খন্দকার, স্বপ্না রানীরা একাদশে আছেন। সাসপেনশন কাটিয়ে ফেরা সাগরিকাকে একাদশেই রেখেছেন কোচ। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাফুফে সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব, সাফ সাধারণ সম্পাদক সৌজন্যমূলক করদর্মন করেন।  

আরও পড়ুন

বাংলাদেশ একাদশ:

মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, নবারুন, জয়নব বিবি, স্বপ্না রাণী, ঐশী খাতুন, সাগরিকা,উমহেলা মারমা, মুনকি আক্তার,পূজা দাশ ও শান্তি মারডি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন