ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর বদলগাছীতে বাসপুর স্কুল মাঠে ৪শ’ বছরের পুরানো বটগাছটি বহু প্রজন্মের সাক্ষী

নওগাঁর বদলগাছীতে বাসপুর স্কুল মাঠে ৪শ’ বছরের পুরানো বটগাছটি বহু প্রজন্মের সাক্ষী

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ৪শ’ বছরের পুরানো বটগাছটি বহু প্রজন্মের সাক্ষী হয়ে এখনও সতেজ উদ্বীপ্ত জুয়ানের মত প্রকৃতির এক অনন্য স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে বদলগাছী উপজেলা সারাদেশের মধ্যে এক ভিন্ন পরিচিতি বহন করে।

উপজেলার সার্বিক তথ্য উপাত্ত খোঁজ নিয়ে জানা যায়, এশিয়া উপমহাদেশের মধ্যে বৃহত্তম প্রাচীন সভ্যতার নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার এই উপজেলায় অবস্থিত। রয়েছে ঐতিহাসিক হলুদ বিহার। শুধু ইতিহাস ঐতিহ্য নয় এই উপজেলার ভূ-গর্ভে রয়েছে খণিজ সম্পদের ভান্ডার। নওগাঁ জেলার মধ্যে সবজি চাষের বিখ্যাত এলাকা হিসেবে পরিচিত এই উপজেলা।

এই উপজেলার নাক ফজলি আম দেশ জোড়া খ্যাতি। ১৮০৭ সালে এই উপজেলা থানা হিসেবে স্বীকৃতি পায়। সকল দিক থেকেই এই উপজেলার একটি আলাদা ইতিহাস রয়েছে। সেদিক থেকে উপজেলার বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত একই কান্ডে সংযুক্ত তিন খন্ডে বিভক্ত বটগাছটি প্রাচীন প্রকৃতির এক অনন্য নিদর্শন হিসেবে বহু প্রজন্মের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন

বাসপুর গ্রামের বেলজার হোসেন, বাচ্চু জানায় যাদের বয়স ১শ’ বছর তারাও বলতে পারেনি গছের বয়স কত। তবে স্থানীয় ভাবে জনশ্রুতি আছে বটগাছের বয়স ৪শ’ বছরের বেশি। আগে পথচারীরা গাছের নিচে বসে বিশ্রাম করত তবে গাছটি প্রাচীন প্রকৃতির স্মৃতি বিজরিত একটি গাছ। গাছটি দেখে পথচারীরা এখনও মুগ্ধ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত