ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

মিরপুরের উইকেটের কড়া সমালোচনা পাকিস্তান কোচের

মিরপুরের উইকেটের কড়া সমালোচনা পাকিস্তান কোচের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগের দিনই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জানিয়েছিলেন, এই উইকেটে খেলে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে। তার সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ পেল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচে।

মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। তবে ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে উইকেট নিয়ে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংসের শুরুর দিকেই হোঁচট খায় তারা-মাত্র ৪৬ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। ফখর জামান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। ৩৪ বলে ৪৪ রান করে কিছুটা লড়াই চালিয়ে যান তিনি।

পরে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ে বল ধীরে ব্যাটে আসতে থাকলে বাংলাদেশের ব্যাটারদের জন্য লক্ষ্য তাড়া সহজ হয়ে যায়। তবে পাকিস্তানের কোচ মাইক হেসন মনে করেন, ফল যাই হোক তবে এমন উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মোটেই গ্রহণযোগ্য নয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ হেসন বলেন, ‘আমি মনে করি না এটা কারো জন্যই সহায়ক। যদি কেউ এশিয়া কাপ বা বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায়, তাহলে এই উইকেট গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক ক্রিকেটে যদি কোনো পিচ আন্তর্জাতিক মানের না হয়, তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয়।’ হেসন আরও বলেন, ‘আমি বাংলাদেশকে শেখাতে আসিনি কীভাবে তারা তাদের মাঠ পরিচালনা করবে। তবে আমি মনে করি, যদি সত্যিকারের ক্রিকেট উন্নতি চান, তাহলে ভালো মানের ক্রিকেট উইকেট তৈরি করতে হবে। এমন নয় যে মিরপুরে ভালো উইকেট হয়নি, বিপিএলের সময় আমরা কিছু ভালো উইকেট দেখেছি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ এলেই সেই মান যেন হারিয়ে যায়।’

আরও পড়ুন

উল্লেখ্য, এই একই মাঠে অতীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ, তবে সেসব জয় ম্লান হয়ে যায় পরবর্তীতে বিশ্বকাপ মঞ্চে ব্যর্থতায়। এবারও সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এমন উইকেটে খেলার পক্ষে নন হেসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পুলিশের ওপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার, ৪ জন পুলিশ আহত : ১ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ ব্যবসায়ী গ্রেফতার

জামায়াত বিএনপির শক্র নয়, তারা প্রতিপক্ষ : জি এম সিরাজ