ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

পুলিশের ওপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার, ৪ জন পুলিশ আহত : ১ জন গ্রেফতার

পুলিশের ওপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার, ৪ জন পুলিশ আহত : ১ জন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পুলিশের ওপর হামলা করে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি সিরাজুল ইসলাম (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় ৪ জন পুলিশ আহত হয়েছেন। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আহতরা  হলেন এসআই শরাফত, কনস্টেবল নূর নবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম।

এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি ও (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগের শাহ-বন্দেগী ইউনিয়ন সহ-সভাপতি সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি সিরাজুল ইসলামকে নিয়ে আসার সময় তার ছেলে, ভাতিজা ও পরিবারের লোকজন মহিলারা মিলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়। তাদের মারপিটে এসআই সরাফতসহ ৪ জন পুলিশ আহত হয়েছেন।

পরবর্তিতে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন, এবং পুলিশের উপর হামলার অভিযোগে সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম লিটনকে (৩৫) গ্রেফতার করেন। এসআই তোফাজ্জল হোসেন বলেন, আসামিকে নিয়ে আসার সময় তার ২ ছেলে, ভাতিজারা,পরিবারের সদস্য ও ২০/২৫ জন মহিলা হঠাৎ করেই পুলিশের ওপর হামলা করে। এ সময় তারা পুলিশকে মারপিট করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

উল্লেখ্য গত বছরের ৮ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করলে সে সময়ও একই কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য জাহিদুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন বলেন, পুলিশ নাশকতা মামলার এজাহার নামীয় আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন: শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১