ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনের শিক্ষার্থীদের মা-বাবার সন্ধান চাইছেন তারকারা

মাইলস্টোনের শিক্ষার্থীদের মা-বাবার সন্ধান চাইছেন তারকারা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯  জনের মৃত্যুর তথ্য জানা গেছে পাশাপাশি নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। অনেকেই সন্তানদের ছবি প্রকাশ করে তাদের সন্ধান চাইছেন। 

আবার বিমান দুর্ঘটনার ঘটনায় আহত শিক্ষার্থীদের আইডি কার্ড ব্যবহার করে বাবা-মা’কে যোগাযোগের আহ্বান জানিয়েছেন নেটিজেনরা। যে সকল পোস্ট করছেন তারকারাও। 

এর মধ্যে চিত্রনায়িকা তমা মির্জা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর আইডি কার্ডের ছবি প্রকাশ করে বাবা মায়ের সন্ধান চেয়েছেন। 

যেখানে তিনি লিখেছেন, এই বাচ্চাটাকে কেউ চিনলে জানাবেন প্লিজ? ও আমার স্কুল ফ্রেন্ডের ভাইয়ের অফিসে আছে, নিরাপদে আছে। তবে তার কোনও ঠিকানা পরিচয় কিছু বলতে পারছে না। কেউ চিনতে পারলে ইয়াহিয়া হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুনায়েত ইসলাম নামের তৃতীয় শ্রেণির আরও এক শিক্ষার্থীর স্টুডেন্ট আইডি। তার বাবা-মায়ের সন্ধান চেয়েছেন নেটিজেনরা। 

আরও পড়ুন

যেখানে বলা হয়েছে, এই বাচ্চাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন- ০১৮১১৬৯৬০৩৩/০১৮১১৬৯৬০৩৩।

এই পোস্টটিও তারকাদের সোশ্যাল হ্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে। সকলেই আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেক অভিভাবক উত্তরা আধুনিক হাসপাতালে সামনে ভিড় করেছেন। তারা তাদের সন্তানদের খোঁজ করছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন