আড়াই কোটি টাকা আদায়
বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটিকে ১১৫৯ জনকে সরকারি খরচে আইনী সহায়তা

কোর্ট রিপোর্টার : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি গত এক বছরে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন বিচার প্রার্থী ১১৫৯ জন সাধারণ মানুষকে সরকারি খরচে আইনী সহয়তা প্রদান করেছে।
ওই মামলাগুলের ব্যয়ভার সরকারি খরচে প্যানেল আইনজীবীর মাধ্যমে পরিচালনা করা হয়েছে। এছাড়াও জেলা লিগ্যাল অফিসারের মাধ্যমে আপোষ-মিমাংসা সভার মাধ্যমে ৯৫২টি মামলাসহ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। ওই বিরোধগুলে নিষ্পত্তি করে মোহরানা, খোরপোষসহ ক্ষতিপূরণ আদায় দাবিদারকে প্রদান করা হয়েছে।
গত এক বছরে বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটিতে সমাজের হতদরিদ্র ১১৫৯ জন বিচার প্রার্থী সরকারি খরচে আইন সহায়তার জন্য আবেদন করেন। সরকারি খরচে আইগত সহায়তার আবেদনকারীর মধ্যে ৬২৬ জন নারী এবং ৫৩৩ জন পুরুষ রয়েছেন। এরমধ্যে বগুড়া জেলা কারাগারের বিভিন্ন মামলায় ২৯৮ জন কারাবন্দী লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সরকারি খরচে প্যানেল আইনজীবীর আইনী সহায়তা পেয়েছেন। গত বছরে এই কমিটির মাধ্যমে আইনগত সহায়তায় পরিচালিত ২২৭টি মামরা নিষ্পত্তি করা হয়েছে।
আরও পড়ুনবর্তমানে কমিটির প্যানেল আইনজীবীর মাধ্যমে বিভিন্ন আদালতে বিচারাধীন ১৩৯২টি মামলা পরিচালিত হচ্ছে। ওই সময়ের মধ্যে বিকল্প বিরোধ (এডিআর) আপোষ-মিমাংসা সভার মাধ্যমে জেলা লিগ্যাল অফিসার ৯৫২ প্রি-কেস ও পেস্ট কেস নিষ্পত্তি করা হয়েছে। বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) এমএম মাহবুব ইসলাম ওই মামলাগুলো আপোস-মিমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তি করে বাকী মোহরানা, খোরপোষ এবং ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৭৭০ টাকা আদায় করে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত দাবিদারকে প্রদান করা হয়েছে।
বর্তমানে ২৩৫টি প্রি-কেস ও পোস্ট কেস চলমান রয়েছে। সরকারি খরচে আইনী সহয়তা প্রদানের কর্মসূচ প্রসারে এবং জনগণকে সচেনতা বৃদ্ধির জন্য সভা সমাবেশসহ প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। পদাধিকার বলে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন