তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের বাঁধ ভেঙে প্রায় ৯০ একর জমির রোপা আমন ক্ষেত পানিবন্দী হয়ে পড়েছে। আজ রোববার (২০ জুলাই) সকালের দিকে জেলা সদরের খানিয়ালখাতার খালুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এলাকায় দিনাজপুর সেচ ক্যানেলের একদিকে ভাঙন দেখা দেয়। এরপর সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভাঙন। বিকেল পর্যন্ত ক্যানেলটির অন্তত ৪০ ফুট বিধ্বস্ত হয়। ওই এলাকার কৃষক আমিনুর রহমান জানান, ক্যানেলের বাঁধের বিভিন্ন স্থানে ইঁদুরের গর্ত রয়েছে।
আমরা একাধিকবার ক্যানেল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি সংস্কার করার জন্য। কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। কৃষক ইয়াসিন আলী জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে এসে দেখি আমার ১০ বিঘা রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। পরে আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে খবর দিয়ে বাঁধ মেরামতের চেষ্টার করি, কিন্তু পানির স্রোত বেশি থাকায় মেরামতে ব্যর্থ হয়।
এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, প্রায় ৪১ কিলোমিটার দৈঘ্যের ক্যানেলসহ বাঁধ সংস্কার কাজ চলমান রয়েছে। হঠাৎ করে বাঁধে থাকা ইঁদুরের গর্তে পানি প্রবেশ করে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ বিধ্বস্ত হয়। খবর পেয়ে আমিসহ দায়িত্বর কর্মকর্তাগণ ঘটনাস্থলে পরিদর্শন করেছি।
আরও পড়ুনবাঁধ বিধ্বস্ত হয়ে ওই বাঁধে পানি ঢুকে ওই এলাকার প্রায় ৯০ একর জমির রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বর্তমানে ক্যানেলে পানি প্রবাহ বেশি থাকায় ভাঙন স্থানে পানির স্রোত বেশি থাকায় ভাঙন অংশটি কোনভাবে মেরামত করা সম্ভব হচ্ছেনা।
পানির স্রোত কমার সাথে সাথে ভাঙন অংশ মেরামত কাজ শুরু করা হবে। তবে এই রোপা আমন ক্ষেত চার-পাঁচ দিন পানির নিচে থাকলেও তেমন একটা ক্ষতি হবে না কৃষকের। এরপরেও কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দ্রুত সময়ের মধ্যে ভাঙন স্থানটি মেরামত করার।
মন্তব্য করুন