ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শ গ্রামে আজ রোববার (২০ জুলাই) আগুন লেগে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসব বাড়ির লোকজন তাদের ঘর থেকে কোন জিনিসপত্র বের করতে পারেননি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১৫লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে উল্লাপাড়া ফায়ার সাভির্সের ধারণা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আদর্শগ্রামের তপন দত্তের বাড়িতে আগুন লেগে পাশ্ববর্তী অপর বাড়িগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্থ’ মাধবী মালি, সুকুমার রায়, শংকর মালি ও সঞ্জীব দাস জানান, তারা ভূমিহীন হওয়ায় সরকার থেকে কয়েক বছর আগে আদর্শগ্রামে বাড়ি পেয়েছেন। সেখানেই তারা বসবাস করছিলেন। আকষ্মিকভাবে আগুন লাগায় তারা তাদের ঘর বাড়ি থেকে কোন জিনিসপত্র বের করতে পারেননি। সবকিছু পুড়ে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। স্থানীয় প্রশাসনের নিকট ক্ষতিগ্রস্থ লোকজন তাদের আপাততঃ মাথা গোঁজার ব্যবস্থার জন্য অনুরোধ করেছেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া ১৫টি পরিবারের মধ্যে ৮টি পরিবারের লোকজন কোন কিছুই তাদের ঘর থেকে বের করতে পারেননি। এ সব পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।

আরও পড়ুন

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে আপাততঃ ৩০ কেজি করে চাল ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া নিঃস্ব হয়ে পড়া লোকজনের মাথা গোঁজার ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের সহযোগিতায় উপজেলা প্রশাসন থেকে ঢেউ টিন প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার