ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সান্তাহারে এক রাতে দুই দোকানে চুরি

বগুড়ার সান্তাহারে এক রাতে দুই দোকানে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার পৌরসভা এলাকায় একই রাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটের মতি মিল স্টোরে এই চুরির ঘটনা ঘটে।

সান্তাহার রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক ধলু জানায়, সান্তাহার ডাকবাংলোর পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার সারাদিন বেচাকেনা করে তিনি রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা।

গভীর রাতে চোরচক্র দোকানের ভিতর রাখা অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে তিনি দাবি করেন। অপরদিকে মতি মিল স্টোরের মালিক মতিউর রহমান জানান, একই রাতে সান্তাহারে নওগাঁ রোডের পাশে মনিকা মার্কেটে তার দোকান।

আরও পড়ুন

গভীর রাতে চোরচক্র দোকান ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী তছনছ শেষে স্টীলের আলমারী থেকে ৮০ হাজার টাকা, দলিল ও ব্যাংক চেকসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান চুরি বিষয়টি নিশ্চিত করে জানান, চোর শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল

লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী