ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, ছবি সংগৃহীত

আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব - ১৯ এশিয়া কাপ ক্রিকেটে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দুবাইয়ে শেষ গ্রুপ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শ্রীলঙ্কা অনূর্ধ্ব - ১৯ দলের কাছে মাত্র ৭ রানে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব - ১৯ দল। শ্রীলঙ্কার দেওয়া ২২৯ রানের টার্গেট পেরোতে গিয়ে ৪ ব্যাটার রানআউট হন এবং শেষ ৪টি উইকেট মাত্র ১৫ রানে হারিয়ে ৪৯.৩ ওভারে ২২১ রানে থামে বাংলাদেশেরে যুবাদের ইনিংস। 

আফগানিস্তান ও নেপালের বিপক্ষে টানা দুই জয়ের পরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু গ্রুপ সেরা হওয়ার লড়াই বাকি ছিল। আজ মঙ্গলবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে সেই ম্যাচে হেরে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে তারা।

দুবাইয়ে এদিন আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায়। ১০৬ রানে ৫ উইকেট হারালেও সেঞ্চুরিয়ান ভিমথ দিনসারা ১৩২ বলে ১০ চারে ১০৬ রানের সুবাদে এই লড়াইয়ের পুঁজি পায় তারা। বাংলাদেশের দুই পেসার আল ফাহাদ ৪টি ও রিজন হোসেন ৩টি উইকেট নেন।

আরও পড়ুন

জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ এবং ৯.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলে বিদায় নেন ২২ বলে ২ চার, ২ ছক্কায় ২৪ রান করা জাওয়াদ আবরার। তবে আরেক ওপেনার কালাম সিদ্দিকী এলিন ব্যতীত আর কেউ উইকেটে টিকতে পারেননি। কালাম ১৩৪ বলে ৮ চার, ১ ছয়ে ৯৫ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছেন।

পরের দিকে দেবাশীষ দেবা ৫২ বলে ২ চার, ১ ছয়ে ৩১ রান করলেও বাকিরা ব্যর্থ হন। শেষদিকে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যুবাদের ইনিংস ৪৯.৩ ওভারে থেমেছে ২২১ রানে। এছাড়া বাংলাদেশের ইনিংসে ৪ ব্যাটার রানআউট হয়েছেন। তাতেই এমন হার দেখেছে বাংলাদেশ। লঙ্কান অফস্পিনার বিহাস থিউমিকা ৩ উইকেট নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ