ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে এক যুবকের রহস্যজনক মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে এক যুবকের রহস্যজনক মৃত্যু। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে সজিব মিয়া (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সজিব উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকার শরিফ উদ্দিনের ছেলে। আজ রোববার (১৩ জুলাই) সকালে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সজিব রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর আজ রোববার (১৩ জুলাই) সকালে রাস্তার ধারে বাড়ির প্রবেশ পথে সজিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। স্থানীয়দের ডাকাডাকির পর তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন। পরে তারা বিষয়টি সারিয়াকান্দি থানাকে জানালে পুলিশ সকাল ৯টার দিকে সজিবের লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে যায়।

সজিবের বাবা শরিফ উদ্দিন বলেন, পরিবারে আমি একা থাকায় রান্নাবান্না আমরা বাপ-ছেলে মিলেই করতাম। রাতে আমরা একসাথে রান্না করে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাতে কখন যে সজিব বাড়ি থেকে বের হয়ে গেছে তা আমার জানা নেই। সকালে ফজরের নামাজ পড়তে যাওয়া লোকজনের ডাকে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে জেগে দেখি আমার ঘরের দরজা খোলা এবং গেইটও খোলা। গেটের পাশে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

সজিব ছাইহাটা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তারা দুই ভাই। বড় ভাই ২০১৯ সালে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সজিবের মা মিষ্টি খাতুন গত ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের কপালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত