ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

অজ্ঞান পার্টির সদস্য নিজেই অজ্ঞান

অজ্ঞান পার্টির সদস্য নিজেই অজ্ঞান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : অজ্ঞান পার্টির এক সদস্য মানুষকে অজ্ঞান করতে নিজের তৈরি জুস পান করে নিজেই অজ্ঞান হয়ে এখন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল শুক্রবার আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসে ট্রেনটি খুলনা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসে।

ওই ট্রেনের থাকা অজ্ঞান পার্টির সদস্য মো. ফুল মিয়া (৪৮) ভোরবেলা দুইজন ট্রেন যাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করেন। এরপর তাদের কাছে থাকা টাকা পয়সা এবং স্বর্ণালংকার (নাক ফুল, কানের দুল) চুরি করে পালানোর চেষ্টা করে। এসময় ওই ট্রেনের অন্যান্যরা যাত্রীরা ঘটনাটি টের পেয়ে অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে ট্রেন যাত্রীদের চাপে পরে মানুষকে অজ্ঞান করতে নিজের তৈরি বোতলে থাকা অবশিষ্ট জুস পান করতে বাধ্য হয় সে। পরবর্তীতে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন

এরপর তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির ওই সদস্যের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকায়। তার বাবা মো.  আব্দুস সামাদ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানার একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি সুস্থ হলে তাকে নীলফামারী আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান